Ad Code

Ticker

7/recent/ticker-posts

মাধ্যমিক ফাইনাল সাজেশন্স ২০২৩-২৪ // Final and most Important Suggestion of Geography// MADHYAMIK BHUGOL // chapterwise suggestion 2024

 মাধ্যমিক  ফাইনাল সাজেশন্স ২০২৩-২৪ // Final and most Important Suggestion of Geography// MADHYAMIK BHUGOL // chapterwise suggestion 2024








বিষয়ঃ বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ 

১) নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো।

২) জলবায়ুর পরিবর্তন সুন্দর বনের ওপর কী প্রভাব ফেলেছে তা লেখো।

৩) হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ তিনটি চিত্রসহ আলোচনা করো।

৪) জলধারা ও হিমবাহের মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো।

৫) বায়ুর ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ তিনটি চিত্রসহ আলোচনা করো।

৬) বায়ু ও জলধারার মিলিত ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো।

বিষয়ঃ বায়ুমণ্ডল 

৭) উষ্ণতার ভিত্তিতে বায়ুমন্ডলের স্তরগুলির শ্রেনী করে যে কোনো দুটির বিবরণ দাও।

৮) নিয়ত বায়ু ও চাপ বলয়ের সম্পর্কে আলোচনা করো।

৯) পৃথিবীর প্রধান প্রধান চাপ বলয়ের বিবরণ দাও।

১০) বিশ্ব উষ্ণায়নের প্রভাব গুলি লেখো।

১১) চিত্রসহ বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ আলোচনা করো।

১২) জোয়ার ভাটার কারণ ও ফলাফল আলোচনা করো।

বিভাগ - গ আঞ্চলিক ভূগোল 

ভারতের প্রাকৃতিক ভূগোল 

১৩) পশ্চিম ও পূর্ব হিমালয়ের ভূপ্রাকৃতিক বিবরণ দাও।

১৪) ভারতের জলবায়ুর নিয়ন্ত্রণ গুলির সম্পর্কে লেখো।

১৫) ভারতের জলবায়ুর ওপর মৌসুমী বায়ুর প্রভাব গুলি আলোচনা করো।

১৬) ভারতের মাটির শ্রেণীবিভাগ করে যে কোনো দুটির বিবরণ দাও।

১৭) ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করে যে কোনো দুটির বিবরণ দাও।


ভারতের অর্থনৈতিক ভূগোল 

১৮) ধান ; গম ; ইক্ষু ; চা ; কফি চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো।

১৯) পূর্ব ও মধ্যাঞ্চলের ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো।

২০) পশ্চিম ভারতের কার্পাস শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো।

২১) ভারতের শহর গড়ে ওঠার কারণগুলি লেখো।

২২) ভারতের নগরায়নের কারণ ও সমস্যাগুলি লেখো।রেলপথ ও পরিবহণের গুরুত্ব লেখো।

২৩) ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ গুলো লেখো।


উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র 


২৪) উপগ্রহ চিত্রের সুবিধা ও অসুবিধা গুলি লেখো।


SUGGESTION PREPARED BY PRASAD SANTRA MSC, B.ED


Reactions

Post a Comment

0 Comments

Ad Code